কেন্দ্রীয় সমাবেশে যোগ দেওয়া নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় সমাবেশে যোগ দেওয়াকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
সোমবার রাত ৯টায় উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নাটোর সদর, সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকালে এ ঘটনায় বিএনপির ৪ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নাজমুল ইসলাম তাদের কর্মী-সমর্থক ও সাধারণ কিছু মানুষকে নিয়ে ঢাকার কেন্দ্রীয় সমাবেশে যোগ দেন। এতে স্থানীয় বিএনপি কর্মী হাবিল ও কাবিল ক্ষুব্ধ হন।
এ নিয়ে চক কালিকাপুর গ্রামে একটি চা স্টলে জামায়াতের নেতা নাজমুল ইসলাম ও জাহিদুল ইসলামের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের তর্ক-বিতর্ক হয়। পরে দুইপক্ষের মধ্যে রড ও হাতুড়ি দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতরা হলেন- ওয়ার্ড জামায়াতের সভাপতি নাজমুল ইসলাম (৩৭), সেক্রেটারি জাহিদুল ইসলাম (৩৫), জামায়াতের কর্মী স্বপন আলী (৩৫), ফরিদ আলী ফরদু (৪৮), সাগর আলী (২৬), সুমাইয়া আক্তার সুম্মা (৯) এবং বিএনপি কর্মী হাবিল উদ্দিন (৩৫), কাবিল উদ্দিন (৪৫), কাউছার আলী (৩৫), কুরবান আলী (২০)। আহত সবার বাড়ি চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে বলে জানা গেছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি এন্তাজ আলী বলেন, অন্যায়ভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেফতার দাবি করেন তিনি।
নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। তিনি বিএনপি-জামায়াত উভয় পক্ষের আহতদের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। তারপরও জামায়াতের পক্ষে অন্যায়ভাবে মামলা দিয়ে হাসপাতাল থেকে দুইজন গ্রেফতার করানো হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। জামায়াতের পক্ষে সফুরা বেগম নামের একজন মহিলা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত চারজন গ্রেফতার রয়েছে।
