Logo
Logo
×

সারাদেশ

আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে ঘুস নেওয়ার অভিযোগ

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:১১ পিএম

আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে ঘুস নেওয়ার অভিযোগ

রাজশাহীর বাগমারায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার নামে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলাছেন, উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারি বাবুল হোসেন ঘর বরাদ্দের কথা বলে ঘুস নিচ্ছেন।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে কাঁঠবাড়ী গ্রামের মৃত কবেজ উদ্দিনের তালাক প্রাপ্ত মেয়ে আংগুরি বিবি বুধবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, মাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাত্রাগাছি গুচ্ছগ্রামে সরকারি আশ্রয় প্রকল্পে মোট ২৬টি ঘর রয়েছে। সেখানে বসবাসের জন্য একটি করে ঘর বরাদ্দ দেওয়ার প্রলোভন দিয়ে বাবুল হোসেন ১৫ জনের কাছে থেকে দশ হাজার টাকা করে ঘুস নেন। কিন্তু তিন মাস অতিবাহিত হলেও আজও তারা কেউই গুচ্ছগ্রামে সরকারি আশ্রয় প্রকল্পের ঘর পাননি।

অভিযোগের বিষয়ে জানতে বাবুল হোসেনের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

অভিযোগের সত্যতা স্বীকার চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘বাবুল আমার নাম ভাঙিয়ে ইউনিয়নের একাধিক ভূমিহীন ও গৃহহীনদের কাছে থেকে গুচ্ছগ্রামে ঘর বরাদ্দ দেওয়ার নামে টাকা নিয়েছেন। এমনকি, বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অনেক অসহায়ের কাছ থেকে টাকা নিয়েছেন। বর্তমানে বাবুলের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে ধরার চেষ্টা চলছে। ’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম