নুরুল ইসলাম ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৭:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বাদ জোহর কলারোয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। এজন্য মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং দেশ স্বাধীনের পর দেশের মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হিসেবে আজীবন কাজ করে গেছেন। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তিনি যেভাবে দেশকে স্বনির্ভর করার চেষ্টা চালিয়েছেন; পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে গেছেন। শুধু তাই নয়, দেশের নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের কথা তুলে ধরতে তিনি দৈনিক যুগান্তর প্রতিষ্ঠা করেছেন। তার এসব অবদান দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। দেশে-বিদেশে তিনি যমুনা গ্রুপের মাধ্যমে সুনাম বয়ে এনেছেন শিল্পের মাধ্যমে।
দৈনিক যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি প্রভাষক মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারি মো. আশরাফুল ইসলাম।
এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহিবুল্লাহ।
