Logo
Logo
×

সারাদেশ

পাবনা চেম্বারের সঙ্গে মতবিনিময়

নিরাপদ পরিবেশ তৈরির দাবি ব্যবসায়ীদের

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:১০ পিএম

নিরাপদ পরিবেশ তৈরির দাবি ব্যবসায়ীদের

পাবনায় জেলা চেম্বার অব কমার্সের মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ব্যবসায়ীরাই এ দেশের প্রধান চালিকা শক্তি। এজন্য দেশের উন্নতি করতে হলে ব্যবসায়ীদের জন্য রাষ্ট্রের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চেম্বার মিলনায়তনে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও পাবনার সর্বস্তরের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।

চেম্বারের নবনির্বাচিত সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশার সভাপতিত্বে এবং পরিচালক এবিএম ফজলুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন- পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, চেম্বারের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, পরিচালক মোহাম্মদ হারুন-অর রশিদ, পরিচালক শেখ রতন, পরিচালক ইমরুল হাসান রন্টি, বিশিষ্ট ব্যবসায়ী আওকাত হোসেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিকরুল ইসলাম সিন্টু প্রমুখ।

এ সময় পরিচালক হারুন অর রশিদ খান, সাইফুল আলম লিটন, ইফতখোর আলম মুন্না, কুতুব উদ্দনি শেখ সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম