Logo
Logo
×

সারাদেশ

শহীদদের স্মরণে সিংড়ায় কৃষক দলের বৃক্ষরোপণ

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম

শহীদদের স্মরণে সিংড়ায় কৃষক দলের বৃক্ষরোপণ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কলম ইউনিয়নের নুরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নাটোর জেলা কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, রহমত ইকবাল অনার্স কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা, নাটোর জেলা কৃষক দলের আহবায়ক হাসান আলী, সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল, নুরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক হাসান আলী, থানা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, বিএনপি নেতা সাইফুল ইসলাম, কৃষক দল নেতা এমএ হেলাল, ওমর ফারুক প্রমুখ।

এর আগে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম