বাগমারায় ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগমারায় মাছ চাষ নিয়ে বিরোধে দুটি হত্যাকান্ড সংঘটিত হওয়া আলোচিত জোকা বিলে এবার মাছ চুরির অভিযোগে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ভ্যানচালকের নাম মজিবর রহমান। তিনি নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে। ঘটনাটি বুধবার বিকেলে জোকা বিল সংলগ্ন পানিয়া ভুতপুকুরিয়া ব্রীজের পাশে ঘটেছে।
বুধবার সন্ধ্যায় সরেজমিনে এলাকায় গিয়ে জানা গেছে, সম্প্রতি জোকা বিল মৎস্য চাষর প্রকল্পের হিসাব চাওয়া ও মাছ চাষ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ওই প্রকল্পের ক্যাশিয়ার আনিছুর রহমান নিহত হন। ওই ঘটনায় কারাগারে থাকা অবস্থায় নরদাশ ইউপির সাবেক চেয়ারম্যান জনাব আলী মারা যান। এরপর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ওই বিলে স্থানীয়দের নিয়ন্ত্রনে মাছ চাষ বন্ধ হয়ে যায়।
সম্প্রতি ওই বিলে এলাকার কৃষকদের সমন্বয়ে মৎস্যচাষ প্রকল্পের মাধ্যমে পুনরায় মাছ চাষ শুরু করা হলে প্রকল্পের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি জনাব আলীসহ তার সহযোগীরা ওই বিলে মাছ চাষে বিঘ্ন ঘটানোর জন্য বাসুদেবপাড়া ব্রীজের মুখ খুলে দেয়। এছাড়া রাতের আঁধারে ওই বিল থেকে মাছ চুরি হতে থাকে।
প্রকল্পের সভাপতি এফাজুর রহমান জানান, বুধবার বিকেলে ভ্যানচালক মজিবর রহমানকে মাছ চুরির জালসহ প্রকল্পের লোকজন হাতেনাথে আটক করে। পরে তাকে গাছের সাথে বেঁধে রেখে থানায় খবর দেওয়া হয় বলেও তিনি স্বীকার করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামও ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, জালসহ ওই ভ্যানচালককে উদ্ধার করে স্থানীয় লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
