মাইলস্টোন ট্র্যাজেডি
বার্ন ইউনিটে কাতরাচ্ছে শিশু আবিদ, উন্নত চিকিৎসার দাবি পরিবারের
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৫:১১ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আবিদুর রহমান আবিদ (১০) আগুনে পুড়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তার দুই হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ সহ ২৫ ভাগ আগুনে পুড়ে গেছে। এ ছাড়া তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘন্টা পার না হওয়া পর্যন্ত তারা তার অবস্থা সম্পর্কে কিছুই জানাতে পারবে না। তার বাবা মা ও পরিবারের লোকজন তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আহত আবিদের বড় চাচা আব্দুল মমিন জানান, আবিদের বাবা আবুল কালাম আজাদ একটি কেমিক্যাল কোম্পানিতে এমডি পদে চাকরি করেন। সে সুবাদে তিনি পরিবারের সবাইকে নিয়ে ঢাকার উত্তরায় থাকেন। তার বড় মেয়ে রাইসা (১৩) মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণিতে ও ছেলে আবিদ চতুর্থ শ্রেণিতে পড়ে। গত সোমবার (২১ জুলাই) দুপুরে ছুটির আগমূহুর্তে আবিদ যে ভবনে ক্লাস করে, সেখানে আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। মূহুর্তে সে আগুন ওই ভবনের ক্লাস রুমগুলোতে ছড়িয়ে পড়লে কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে ও ঝলসে অনেক শিক্ষার্থী আহত ও নিহত হয়।
শাহজাদপুরের গ্রামের বাড়িতে তার আত্মীয় স্বজন আবিদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
