১৮ বছর পর লালমোহন-তজুমদ্দিনে বিএনপির সম্মেলন
মো. জসিম জনি, লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১১:১৫ পিএম
তাহারাত হাফিজ অর্ক ও শফিকুল ইসলাম বাবুল। ছবি-যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ দেড় যুগ পর আনুষ্ঠানিকভাবে সম্মেলন করতে যাচ্ছে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা বিএনপি।
শনিবার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন এবং রোববার তজুমদ্দিন উপজেলা ও শহর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে এ আসনের বিএনপির কান্ডারি সাবেক ৬ বারের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ সম্মেলন সফল করতে শুক্রবার লালমোহন আসছেন। বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে লঞ্চযোগে রওয়ানা হয়েছেন।
লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত জানান, সম্মেলন সফল করতে বরিশাল বিভাগীয় বিএনপির সমন্বয়ক আখন কুদ্দুস, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহসহ ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন।
এদিকে সম্মেলন উপলক্ষ্যে প্রতিদিনই বিএনপি ও অঙ্গ সংগঠন মিছিল মিটিং নিয়ে চাঙ্গা। উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন হলেও বসে নেই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অন্যান্য সংগঠনগুলো। প্রত্যেক দলের ব্যানারে চলছে শহর জুড়ে মিছিল। দীর্ঘ দেড় যুগ পর যেন প্রাণ ফিরে এসেছে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের মাঝে।
তবে নতুন করে কে পাচ্ছেন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ তা নিয়েই চলছে সমর্থকদের মাঝে আলোচনা। তবে বিএনপির বর্তমান কমিটির আহবায়ক মেজর হাফিজপুত্র তাহারাত হাফিজ অর্ক, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলই আবার মূল কমিটিতে থাকতে পারেন এমনটাই ধারণা সমর্থকদের।
তবে উপজেলা ও পৌরসভা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছাদেক মিয়া জান্টু, জহিরুল ইসলাম সুমন, জাকির ইমরান ছাড়াও শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহীন, কবির হাওলাদার, বাবুল পাটোয়ারী, শাকিল পাটোয়ারীকেও চাচ্ছেন সমর্থকরা।
কমিটিতেই যেই আসুক বিতর্কিত কেউ যেন বড় পদে আসতে না পারে সে বিষয়ে স্থানীয় বিএনপির মূল অভিভাবক মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন উপজেলা বিএনপি নেতাকর্মীরা।
