নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে মিলাদ মাহফিল
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর ঝালকাঠি পরিবারের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।
যুগান্তরের ঝালকাঠি প্রতিনিধি আককাস সিকদারের সভাপতিত্বে মিলাদপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেস ক্লাব সহসভাপতি আল আমিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সেক্রেটারি অলোক সাহা, প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম জলিল, যুগান্তর স্বজন সমাবেশের শাখাওয়াত হোসেন শুভ প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম।
