Logo
Logo
×

সারাদেশ

ঝালকাঠিতে জুলাই চেতনায় সমাজ বদলের শপথ

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৮ পিএম

ঝালকাঠিতে জুলাই চেতনায় সমাজ বদলের শপথ

ছবি: যুগান্তর

সমাজ গঠনের প্রত্যয়ে ‘জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্প্রচারিত শপথ পাঠে অংশগ্রহণ করেন উপস্থিত সবাই।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

আয়োজনে অংশ নেন ‘জুলাই যোদ্ধা’, ‘অগ্নিকন্যা’, জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে একযোগে সারা দেশে অনুষ্ঠিত হয় এই শপথ পাঠ। ঝালকাঠির শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সবাই একসঙ্গে শপথ পাঠে অংশ নেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলন আমাদের সমাজ বদলের, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দেশপ্রেম জাগ্রত করার প্রতীক।

অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম