Logo
Logo
×

সারাদেশ

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি অটোরিকশাচালক আরাফাত হোসেন (২২) ও একই উপজেলার বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে চালক আরাফাত হোসেন সিএনজি অটোরিকশায় নন্দীগ্রাম থেকে এক নারীসহ চার যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় মহাসড়কে পৌঁছেন। মহাসড়কের মাঝে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বগুড়া ছেড়ে আসা নন্দীগ্রামগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চালক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন মারা গেছেন। আহত অজ্ঞাত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম