Logo
Logo
×

সারাদেশ

পায়রা নদীতে বড়শিতে উঠল ১১ কেজির পাঙ্গাস

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম

পায়রা নদীতে বড়শিতে উঠল ১১ কেজির পাঙ্গাস

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ফেলা বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার জেলে মো. শাহ আলম মিয়ার ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়াসংলগ্ন পায়রা নদীতে মাছ ধরার জন্য নদীতে রোববার সকালে বড়শি ফেলেন জেলে মো. শাহ আলম। পরে বড়শি তুলতে গিয়ে দেখেন ১১ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। পরে মাছটি তিনি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেছেন।  

শাহ আলম মিয়া বলেন, আমি পায়রা নদীতে নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। কিন্তু সহজে এতো বড় মাছ ধরা পড়ে না। বড়শিতে ১১ কেজি ওজনের পাঙ্গাস মাছটি পেয়ে আমি খুশি। আল্লাহর কাছে শুকরিয়া।

মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, অনেক দর-কষাকষি করে মাছটি ৯ হাজার টাকায় কিনেছি।  মাছটি কেটে বাজারে বিক্রি করা হয়েছে।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় পাঙ্গাস মাছ নদীতে ধরা পড়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম