|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শিবগঞ্জে একটি ট্রাকে ধাক্কা দিয়েছে অপর একটি ট্রাক। এতে ধাক্কা দেওয়া ট্রাকের চালক মনির হোসেন (২৮) নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার লায়ন মিয়া (২৫)। সোমবার (২৮ জুলাই) সকালে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার নাগরকান্দী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনির পঞ্চগড় সদরের গোয়েলাপাড়া গ্রামের সাত্তারুল ইসলামের ছেলে।
আর আহত হেলপার লায়ন একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় ছেড়ে আসা বালুবোঝাই দুটি ট্রাক
বগুড়ার দিকে আসছিল। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বগুড়ার শিবগঞ্জের হাতিবান্ধা এলাকায়
পৌঁছায় যান দুটি। এ সময়ে সামনে থাকা ট্রাকটির চালক জরুরি ব্রেক করেন। তখন পেছনে থাকা
দ্রুতগতির ট্রাকটি সামনে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ধাক্কা ট্রাকের সামনে অংশ সামনে
থাকা ট্রাকের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ধাক্কা দেওয়া চালক মনির মারা যান। আহত হন হেলপার লায়ন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান
মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত বলেন, আইনি প্রক্রিয়া
শেষে নিহত ট্রাক চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বালু নামিয়ে সোমবার দুপুরে
দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা
হয়েছে।
