Logo
Logo
×

সারাদেশ

বরগুনায় বিএনপির ২ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৩:০৮ পিএম

বরগুনায় বিএনপির ২ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বরগুনার বেতাগী উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে বেতাগী থানায় মো. জাহিদ হাসান নামে ব্যবসায়ী মামলাটি করেন। মামলার পরেই অভিযুক্ত একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, বেতাগীর বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ (২৭) ও একই ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আদিল সিকদার (২৫)। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১২ জনকে। এর মধ্যে আদিলকে কারাগারে পাঠানো হয়েছে।

ছাত্রদল নেতা হেলালের বিরুদ্ধে বরিশালের বাকেরগঞ্জ থানায় চাঁদাবাজির আরেকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় বিবিচিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকায় জাহিদ হাসান তার শ্রমিকদের নিয়ে ড্রেজারের মাধ্যমে বালু ফেলছিলেন। এ সময় মোটরসাইকেল ও অটোরিকশাযোগে ১০ থেকে ১২ জন যুবক দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে জাহিদকে প্রশ্ন করেন—‘কার অনুমতিতে এখানে বালু ফেলছেন?’

এরপর তারা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হেলাল ও তার সহযোগীরা জাহিদের ওপর হামলা চালিয়ে মারধর করে।  তার সঙ্গে থাকা নগদ ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগের বিষয়ে হেলাল বলেন, ‘আমি একজন রাজনৈতিক কর্মী। ঘটনার খবর শুনে সালিশ করতে গিয়েছিলাম। চাঁদা দাবির অভিযোগ সত্য নয়।’

মামলার বাদী মো. জাহিদ হাসান বলেন, ‘বালু ফেলার সময় এক লাখ টাকা চাঁদা চাওয়া হয়। চাঁদা না দেওয়ায় আমাকে মারধর ও হুমকি দেওয়া হয়েছে।  আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই মামলা করতে বাধ্য হয়েছি।’

বেতাগী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির উদ্দীন মাহামুদ বলেন, ‘চাঁদাবাজদের কোনো ছাড় নেই। অভিযোগ প্রমাণিত হলে হেলালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘এ মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম