মাইলস্টোন বিমান বিধ্বস্তে নিহত মাসুমার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৩৩ এএম
নিহত অফিস সহকারী মাসুমা বেগমের (৩৮) সমাধিতে বিমান বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরায় মাইলস্টোন
স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগমের (৩৮) সমাধিতে বিমানবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন
করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে
বিমানবাহিনীর একটি টিম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ৭নং ওয়ার্ডে মাসুমার সমাধিতে ফুলের তোড়া দিয়ে
শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এতে নেতৃত্ব দেন এবিএম
সরোয়ার জাহানের নেতৃত্বে বিমান বাহিনীর প্রতিনিধি দল। মাসুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত এবং পরিবারের প্রতি গভীর শোক
ও সমবেদনা জানানো হয়।
এ সময় বিমানবাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারকে যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয়
ব্যক্ত করা হয়।
এতে নিহত মাসুমার স্বামী
মো. সেলিম, ছেলে আবদুল্লাহ, বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির
যুগ্ম আহ্বায়ক কাজী মো. নাসিম, সদস্যসচিব কাজী মো. আজম, যুবদল আহ্বায়ক সিহাব হাওলাদার,
যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম মিঠু, সদস্যসচিব জসিম খাঁনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
