Logo
Logo
×

সারাদেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১

নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে অপর একটি রডবোঝাই ট্রাক। মঙ্গলবার (২৯ জুলাই) সকালের দিকে হওয়া এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার আবু সাঈদ (১৮)। একই দুর্ঘটনায় আহত হয়েছে ধাক্কা দেওয়া ট্রাকের চালক নাসিম হোসেন (২৫)।

নিহত আবু সাঈদ রাজশাহীর কাশিয়াডাঙা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল ড্রাইভারের ছেলে। আহত চালক নাসিম হোসেন একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক কাছিকাটা টোলপ্লাজায় এসে দাঁড়ায়। এমন সময় আরেকটি রডবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়।  এতে ধাক্কা দেওয়া ট্রাকটি সামনের ট্রাকের ভেতরের দিকে ঢুকে যায়। ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের হেলপার আবু সাঈদ।  আহত হয় ট্রাকের চালক নাসিম।

সংশ্লিষ্টরা বলছেন, ধাক্কা দেওয়া ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার আবু সাঈদ।

এদিকে, এ দুর্ঘটনার জেরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।  পরবর্তীতে ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম