প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এক সপ্তাহ পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপহৃত সুবর্ণ আক্তার জেমি। ১৭ বছর বয়সী এই কলেজ ছাত্রীর সন্ধান পেতে বাবা-মাসহ আত্মীয়স্বজন প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরছেন। তবে কোনো পক্ষ থেকেই সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জেমির মা জেসমিন আক্তার।
তিনি জানান, গত ২৩ জুলাই বরিশাল সরকারী মহিলা কলেজ থেকে বাসায় ফেরার পথে বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামদ্দির বখাটে হৃদয় শিকদারের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। মান-সম্মানের কথা বিবেচনা করে শুরুতে স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে অভিযোগ করেন। যাতে অপহৃত জেমিকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানে কোনো সহযোগিতা না পেয়ে বাকেরগঞ্জ থানায় গত শনিবার লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত কর্মকর্তা হচ্ছেন চরামদ্দি পুলিশ ফাড়ির কর্মকর্তা আলমগীর হোসেন।
আলমগীর হোসেন জানান, তিনি স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেনের মাধ্যমে হৃদয় শিকদার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। যদি অপহৃত জেমিকে ফেরত দেওয়া না হয় তাহলে নিয়মিত মামলা রুজু করা হবে।
অপহরণকারী হৃদয় শিকদারের একজন চাচা জানান, ইউপি সদস্য কালামের আশ্রয়ে-প্রশ্রয়ে হৃদয় সিকদার এর আগেও অনেক অপকর্ম করেছেন। কিন্তু কোনসময়েই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়নি। প্রতিবারই কালাম হোসেন তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। এবারো সহযোগিতার কথা বলে মূলত সময়ক্ষেপণ করার পরামর্শ দিয়েছেন হৃদয় শিকদারের পরিবারকে।
কালাম হোসেন বলেন, এটা হয়তো প্রেমঘটিত কোন বিষয় হতে পারে। তিনি ওই পরিবারের সঙ্গে কথা বলেছেন। চেষ্টা করছেন সামাজিকভাবে বিষয়টি সমাধানের।
ইউপি সদস্যের এই বক্তব্য নাকচ করে দিয়ে অপহৃত জেমির মা জেসমিন বলেন, তার মেয়েকে হৃদয় অপহরণ করে লুকিয়ে রেখেছে। তিনি জানেন না তার মেয়ে কোথায় আছে। প্রেমঘটিত বিষয় হলে তার সঙ্গে মেয়ে বলতো।
