চারঘাটের ৪০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:০৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর চারঘাট উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত বা অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দ্রুত প্রধান শিক্ষকের পদ পূরণসহ শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি করেছেন অভিভাবকসহ এলাকাবাসী।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে
জানা যায়, চারঘাট উপজেলার ছয় ইউনিয়নে ৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে
৭৩টি। অনুমোদিত পদের মধ্যে কর্মরত রয়েছেন ২৬ জন। এর মধ্যে সাতটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক
পদ নিয়ে আদালতে মামলা চলমান। বাকি ৪০ স্কুলে ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে
শিক্ষা কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সরকারি
প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে। এর বিপরীতে শিক্ষক
কর্মরত রয়েছেন প্রায় ৪৫৩ জন। শিক্ষকদের শূন্য
পদ রয়েছে ১০টি।
শিক্ষকরা বলছেন, ভারপ্রাপ্ত প্রধান হিসেবে
সাধারণ শিক্ষকরা দায়িত্ব পালন করায় শিক্ষক সংকট দেখা দিয়েছে। তাছাড়া মোটামুটি সমমানের শিক্ষক হওয়ায় অনেকে আদেশ
পালনে অনীহা প্রকাশ করেন। ফলে বিদ্যালয়ে শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় সমস্যা দেখা
দিয়েছে। ব্যাহত হচ্ছে পাঠদান।
অভিভাবকরা বলছেন, ভারপ্রাপ্ত শিক্ষকরা
অনেক সময় সঠিক ও দ্রুত কোনো সিদ্ধান্তও নিতে পারেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান
তালুকদার বলেন, বেশ কয়েক মাস ধরেই প্রায় ৪০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
