Logo
Logo
×

সারাদেশ

বিয়ের কথা বলে ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

Icon

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম

বিয়ের কথা বলে ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে অসহায় ও দরিদ্র পরিবারের এক স্কুলছাত্রীকে বিয়ের কথা বলে ধর্ষণ করেছে স্থানীয় এক লম্পট। পুলিশ ধর্ষক  মো. ফরহাদ খানকে (৫৫) গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষিতা উপজেলার একটি স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রীর পিতা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যে, বাবর আলী খানের মেয়ে পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজে ৮ম শ্রেণিতে লেখাপড়া করে। 

২৪ সালের ১৪ নভেম্বর দুপুর ২টার দিকে প্রতিবেশী মো. ফরহাদ খান (৫৫) স্কুলছাত্রীর বাবার অনুপস্থিতে বাড়িতে গিয়ে বিয়ের কথা বলে ধর্ষণ করে। এর পর থেকে সুযোগ পেলেই স্কুলছাত্রীকে ধর্ষণ করতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এতে ফরহাদ খানকে বিয়ের জন্য চাপ দেয় স্কুলছাত্রী। এর পর থেকেই এড়িয়ে চলতে থাকে ধর্ষক।

কোনো উপায় না পেয়ে মেয়েটি তার দাদিকে ঘটনার বিস্তারিত জানায়। পরে তার পিতা নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই ধর্ষক ফরহাদ আত্মগোপনে ছিল। এদিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে মঙ্গলবার মধ্যরাতে পচাসারুটিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ধর্ষক ফরহাদ খানকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ধর্ষক ফরহাদ খান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে ওই স্কুলছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা বলেও তিনি উল্লেখ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম