Logo
Logo
×

শেষ পাতা

এনসিপির পদযাত্রায় যেতে জোর

টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জোর করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ‘শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি চলবে না, চলবে না’ বলে স্লোগান দেয়।

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য দেন।

তারা জানান, মঙ্গলবার শহরের নিরালার মোড়ে এনসিপির পদযাত্রা চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলছিল। শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যাওয়া হয়। এ সময় শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এনসিপির যারা এটা করেছে, তারা এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থী অংশ নেয়।

অভিযোগের বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম