Logo
Logo
×

সারাদেশ

অপহরণের পর শিশুকে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম

অপহরণের পর শিশুকে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড

নওগাঁর বদলগাছী উপজেলায় এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে অভিযুক্ত চারজনের মধ্যে দুইজনকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের মিশু মণ্ডল (২৫) ও একই গ্রামের পিংকি (৩৪)। ১০ বছরের আটকাদেশের দণ্ড পাওয়া দুই কিশোর হলো- পূর্ব খাদাইল গ্রামের হুজাইফা ও সাজু আহম্মেদ।

ঘটনার সময় কিশোর হুজাইফা ও সাজুর বয়স ছিল ১৪ বছর। বর্তমানে তাদের বয়স ১৮ বছর। রায় ঘোষণার সময় দণ্ডিত ব্যক্তিরা আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নিহত শিশুর নাম নাজমুল হোসেন (১৪)। আসামি পিংকি ছদ্মনাম ব্যবহার করে নাজমুলের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। ২০২০ সালের ৬ নভেম্বর বিকালে পিংকি মোবাইল ফোনে কল দিয়ে নাজমুলকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কেসের মোড় এলাকায় ডেকে নেয়।

নাজমুল সেখানে পৌঁছলে আসামি মিশু, পিংকি, হুজাইফা ও সাজু আহম্মেদ একটি বাড়িতে আটকে রাখেন। পরদিন আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে নাজমুলের বাবার কাছ থেকে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে মুক্তিপণের টাকা না পেয়ে আসামিরা নাজমুলকে হত্যা করে। নাজমুলের মরদেহ গোপন করার জন্য আসামি মিশু প্লাস্টিকের বস্তায় ভরে মৃতদেহটি জয়পুরহাটের আক্কেলপুর রেলগেটের উত্তর পাশে একটি ডোবার মধ্যে ফেলে রাখে। হত্যাকাণ্ডের চার দিন পর নাজমুলের লাশ উদ্ধার করে পুলিশ।

মুক্তিপণের টাকা দাবি করে ফোন পাওয়ার পর নিহত নাজমুলের বাবা আল আমিন হোসেন ২০২০ সালের ৮ নভেম্বর পূর্ব খাদাইল গ্রামের মিশু মণ্ডল, তার বাবা আজমল মণ্ডল, একই গ্রামের রিনা পারভীন ও সোহাগ হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে বদলগাছী থানায় নাজমুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত করে দেখতে পায়, ঘটনার সঙ্গে মামলার এজহারভুক্ত আসামি মিশু মণ্ডল, পূর্ব খাদাইল গ্রামের পিংকি আক্তার, শিশু হুজাইফা ও সাজু জড়িত।

এজহারভুক্ত অন্য আসামিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় মামলার অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসামিদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার চার আসামি নিজেদের দোষ স্বীকার করে আদালতের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া চার আসামিকে অভিযুক্ত করে ২০২১ সালের ৮ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় মোট ২০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অভিযুক্ত দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। অভিযুক্ত অপর দুই আসামি ঘটনায় সময় শিশু হওয়ায় তাদের ১০ বছরের আটকাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই দুই শিশুর বয়স বর্তমানে ১৮ বছরের ঊর্ধ্বে হওয়ায় তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে নওগাঁ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ কৌঁসুলি রেজাউল করিম।

আসামিপক্ষে মামলাটি শুনানি করেন আইনজীবী সাইদ হোসেন মুরাদ ও আব্দুল্লাহেল কাফি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম