Logo
Logo
×

সারাদেশ

কিশোরীকে গলা কেটে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার

Icon

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৩:৪২ এএম

কিশোরীকে গলা কেটে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ১৫ বছর বয়সি এক কিশোরীকে গলা কেটে হত্যা চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সুলতান সরদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কিশোরীকে হত্যার চেষ্টা করে সুলতান।

বুধবার (৩০ জুলাই) বিকালে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।  এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতে রাণীনগর থানায় একটি মামলা করেছেন।  ওই মামলায় সুলতানকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেফতারকৃত সুলতান উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামের নম সরদারের ছেলে।

আহত ওই কিশোরী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত কিশোরীর বাবা ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সুলতান ওই কিশোরীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার তাকে নিষেধও করা হয়েছিল। বুধবার বিকালে ওই কিশোরী গ্রামের মাঠে ছাগল নিতে যায়। পথিমধ্যে তার পথরোধ করে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে সুলতান। 

একপর্যায়ে নিজের হাতে থাকা কাস্তে দিয়ে কিশোরীর গলা কেটে হত্যার চেষ্টা করে সুলতান। এ সময় কিশোরীর গলার একাধিকস্থানে কেটে যায় এবং হাত দিয়ে কাস্তে আটকানোর চেষ্টা করলে তার হাতের চারটি আঙ্গুলও কেটে যায়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে কিশোরীকে রক্ষা করে।  এমতাবস্থায় পালানোর চেষ্টা করে সুলতান।  তবে, স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। 

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, কিশোরীকে গলা কেটে হত্যার চেষ্টার সময় স্থানীয় জনতা সুলতানকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় আহত কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। সুলতানকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম