Logo
Logo
×

সারাদেশ

নাটোরে ডিজে পার্টির ট্রাক থেকে ৫৭ কিশোর আটক

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:০৭ পিএম

নাটোরে ডিজে পার্টির ট্রাক থেকে ৫৭ কিশোর আটক

আটক কিশোররা। ছবি: যুগান্তর

নাটোরের চলনবিলের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকা থেকে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রাম থেকে মিনি ট্রাকে করে তারা বিলশা এলাকায় ডিজে পার্টি করতে যাচ্ছিল বলে জানা গেছে।

নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, ধানাইদহ এলাকা থেকে একদল কিশোর মিনি ট্রাকে করে হৈ-হুল্লোড় করতে করতে বিলশা এলাকায় নৌকাভিত্তিক ডিজে পার্টির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে খুবজিপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিম তাদের গতিরোধ করে এবং সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় ১২ কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, এক লিটার ভদকা, ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের উপকরণ এবং ৪০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। পরে আটক সবাইকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক এ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম