Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের ৪ নেতাকর্মী কারাগারে

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:৩০ পিএম

আ.লীগের ৪ নেতাকর্মী কারাগারে

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খোর্দকালনা গ্রামের গোলাম মর্তুজা, এনায়েতপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বুজরকান্তপুর গ্রামের তোতা মিয়া, পত্নীতলা উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল শাহীন ও বিপ্লব কুমার মন্ডল।

এদের মধ্যে আবদুল্লাহ আল শাহীনের বাড়ি নজিপুর আলহেরা পাড়া এবং বিপ্লব কুমার মন্ডলের বাড়ি পত্নীতলা উপজেলার দোচাই গ্রামে বলে জানা গেছে।

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন, শনিবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম