মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাত্র ছয় মাস আগে মাদ্রাসার বহুতল ভবনটি নির্মাণ করা হয়। তবে, এরই মধ্যে ভবনটির পলেস্তারা খসে পড়ছে। সংশ্লিষ্টদের অভিযোগ, ভবনটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছে। যার কারণে ছয় মাস না যেতেই পলেস্তারা খসে পড়ছে। আর এতে আতঙ্ক আছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঘটনাটি পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকার
বগুড়া নূরিয়া দাখিল মাদরাসার চারতলা বিশিষ্ট ভবনের।
সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে দরপত্রের মাধ্যমে ৩ কোটি ১৯ লাখ টাকা
ব্যয়ে ভবনটির নির্মাণকাজের দায়িত্ব পায় আবুল কালাম আজাদ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ভবনটির নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের জানুয়ারিতে ওই ভবনে
পাঠদান কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয় সংশ্লিষ্টদের অভিযোগ, নির্মাণ কাজে সিমেন্টের পরিমাণ কম ও নিম্নমানের
বালু ব্যবহার করা হয়েছে। যার কারণে চারপাশের দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। আশঙ্কা করা
হচ্ছে বড় ধরণের ক্ষয়ক্ষতির।
মাদরাসাটির সুপার মো. মিজানুর রহমান বলেন, নিম্ন মানের সামগ্রী ব্যবহারের
কারণে ভবনটির পলেস্তারা খসে যাচ্ছে। বিষয়টি পটুয়াখালী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে
জানানো হয়েছে। তবে, তারা এখনও কোনো ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম আজাদ বলেন, কাজটি আমার প্রতিষ্ঠানের নামে পাওয়া হলেও এটি আমি করিনি। অন্য একজন করেছেন। আর কাজে অনিয়মের বিষয় তিনি কিছুই জানেন না।
এ বিষয়ে বক্তব্য নিতে পটুয়াখালী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোশফিকুর রহমানের ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
