সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, গ্রেফতার সেলিম কারাগারে
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ধর্মীয় অবমাননার ঘটনা কেন্দ্র করে রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার ঘটনায় জড়িত হাবিবুর রহমান সেলিমকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সরাসরি জড়িত থেকে হামলাকারীদের উসকানি দেওয়া ও সেনাবাহিনীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগে শনিবার যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে।
পরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গংগাচড়া থানার মডেল ওসি আল ইমরান পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেছেন।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার ঘটনায় তার সরাসরি জড়িত থাকার ভিডিওচিত্র পাওয়া গেছে। গ্রেফতারের পর প্রথমে তাকে রংপুর সেনাবাহিনীর ক্যাম্পে জিজ্ঞাসাবাদ কর হয়। তার মোবাইলে হামলার তথ্যউপাত্ত পাওয়া গেছে। শনিবার জিজ্ঞাসাবাদ শেষে তাকে গংগাচড়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছে স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে। সে নিজেকে ওই পত্রিকার সাংবাদিক হিসাবে পাগলাপীর প্রতিনিধির পরিচয় দিয়েছে।
