বগুড়ায় বৃষ্টিতে ঘরের মাটির দেয়ালধসে ঘুমন্ত ব্যক্তির মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত বৃষ্টির কারণে বসতঘরের মাটির দেয়ালধসে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ।
নিহত কিবরিয়া রাজশাহীর বুধপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি প্রায় দেড় যুগ ধরে ফুলতলা পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
এসআই আল মাহমুদ জানান, শনিবার রাত থেকে বগুড়ায় ভারি বৃষ্টি শুরু হয় এবং রোববার সকালে এর তীব্রতা বাড়ে। এ সময় অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির মাটির দেওয়াল ধসে ঘুমন্ত কিবরিয়ার ওপর পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
