Logo
Logo
×

সারাদেশ

আগৈলঝাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৩:৫০ পিএম

আগৈলঝাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের মান খারাপ হওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে কাজের তদারকি কর্মকর্তা উপজেলা উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম সম্রাট।

জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে আগৈলঝাড়ার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বাকাল ইউনিয়নের ওয়াপদা সড়কের কদমবাড়ি মসজিদ থেকে ১৮০ মিটার সড়ক কার্পেটিং ও ৫৮ মিটার পাইলিংয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়।  চার লাখ ৯৫ হাজার টাকায় কাজটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান তালুকদার এন্টারপ্রাইজ।  তবে, কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিজে করছেন না।

আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা সামচুল হক খোকন ও জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব মো. সেলিম হোসেনকে দিয়ে সড়কের কাজটি করানো হচ্ছে। কাজের শুরুতেই তারা নিম্মমানের সামগ্রী ব্যবহার করেন।  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজের তদারকি কর্মকর্তা এলজিইডি বিভাগের উপসহকারী প্রকৌশলী সম্রাট কাজ বন্ধ করে দেন।

স্থানীয়দের অভিযোগ, জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ চলমান। ঠিকাদারি প্রতিষ্ঠান আগৈলঝাড়ার স্থানীয় বিএনপি নেতাদের দিয়ে কাজ বাস্তবায়ন করায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।

অভিযোগের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মাহাবুব তালকদার বলেন, আমার প্রতিষ্ঠানের কাজে কেউ খারাপ কাজ করতে পারবে না। খারাপ কাজ করলে সেই দায়-দায়িত্ব তাদের। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম