ভোলা জেলা যুবদলের সভাপতি লিটন, সম্পাদক সেলিম
যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও আব্দুর কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে যুবদলের কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ১০১ সদস্যের এ কমিটি অনুমোদন করেন।
কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়াও একই দিনে আবদুল লতিফ টিটুকে আহ্বায়ক ও মো. বেলাল হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্যের ভোলা সদর থানা যুবদলের এবং মো. রিয়াদ হাওলাদারকে আহ্বায়ক ও মো. সগির আহমেদকে সদস্য সচিব করে ৯ সদস্যের ভোলা পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।
এ দুইটি কমিটি অনুমোদন করেন ভোলা জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের সেলিম। এ কমিটি দুইটিও যুবদলের কেন্দ্রীয় কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করা হয়।
