Logo
Logo
×

সারাদেশ

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য সীমান্ত গ্রেফতার

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৪৯ পিএম

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য সীমান্ত গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য সীমান্ত সিকদারকে (২১) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে মির্জাপুর পৌরসদরের পুষ্টকামুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সীমান্ত সিকদার মির্জাপুর পৌরসদরের পুষ্টকামুরী গ্রামের আব্দুল আলীম সিকদারের ছেলে ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে গোপালপুর উপজেলার কলেজছাত্র ইমন নিহত হয়। এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় ১৫৬ নম্বর এজাহারভুক্ত আসামি সীমান্ত সিকদার।

মির্জাপুর থানার (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ইমন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সীমান্ত সিকদারকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম