Logo
Logo
×

সারাদেশ

কৃষক লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:১৫ পিএম

কৃষক লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল

ছবি: যুগান্তর

পটুয়াখালীর বাউফলে কৃষক লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের (চরমোনাই) উদ্যোগে জুলাই বিপ্লবের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাউফল সরকারি কলেজের সামনে থেকে এ বিজয় মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ইউসুফ মিছিলের অগ্রভাগে থেকে স্লোগান দেন।

ইসলামী আন্দোলন বাউফল শাখার উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে কৃষকলীগ নেতা এসএম ইউসুফের অংশগ্রহণ নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজন কর্মী বলেন, ফ্যাসিষ্ট হাসিনার দোসর এসএম ইউসুফ একজন বিতর্কিত লোক। আমাদের জুলাই বিপ্লবের বিজয় মিছিলে তার অংশগ্রহণ মেনে নেওয়া যায় না। সে কিভাবে মিছিলে এলো তা তদন্ত করে দেখা উচিত।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের বাউফল উপজেলার সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, এর জবাব আমি ভালো দিতে পারবো না। আসলে তিনি খোলস পালটানো মানুষ। আমি তারে নিয়ে আছি বিপদে।

ঘটনাপ্রবাহ: ফিরে দেখা ৫ আগস্ট


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম