সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অফিসে না আসার অভিযোগ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দের বিরুদ্ধে নিয়মিত অফিসে না আসার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন অফিসে আসেন সমাজসেবা কর্মকর্তা। তাও আবার সময় মতো না। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা।
গত ৬ আগষ্ট দুপুরে নাচোল উপজেলা সমবায় কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায়,
অফিস খোলা, কিন্তু অফিসের চেয়ারটা ফাঁকা। অফিসের কর্মচারিরা জানান, সমবায় কর্মকর্তা
ওইদন অফিসে আসেননি। তবে, ছুটি নিয়েছেন কি না তা তাদের জানা নেই।
জেলা সমবায় কর্মকর্তার অফিসে খোঁজ নিয়ে জানা যায়, নাচোল সমবায় কর্মকর্তা
ছুটি না নিয়েই অফিসে আসেননি।
জানা গেছে, নাচোল সমবায় কর্মকর্তা উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত অফিসে
আসে না আকন্দ। তিনি পরিবার নিয়ে রাজশাহীতে থাকেন। রাজশাহী থেকে সপ্তাহে দুই থেকে তিনদিন
অফিসে আসেন। তাও আবার বেলা ১১টার দিকে। গত
রোববারও তিনি অফিসে আসেননি।
সেবা নিতে আসা ফতেপুর ইউনিয়নের রহিম বলেন, গত রোববার আমি সমিতির কাজে
অফিসে এসেছিলাম কিন্তু সেদিন তিনি অফিসে আসেননি। আজকে আবার এসেছি। কিন্তু দেখছি তিনি
আজকেও অফিসে আসেননি।
অফিস না আসার বিষয়ে ড়ত বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় অফিসার মোখলেছুর রহমানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, নাচোল সমবায় অফিসারের সঙ্গে সোমবার আমার কথা হয়েছে। আর কথা হয়ননি। তিনি তো অফিস করার কথা।
এ বিষয়ে নাচোল সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দের ব্যবহৃত মোবাইল
ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
