Logo
Logo
×

সারাদেশ

সিলেটে ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধে খুন হয় ডালিম

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম

সিলেটে ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধে খুন হয় ডালিম

সিলেটে এক ছিনতাইকারীর হাতে আরেক ছিনতাইকারী খুন হয়েছেন। ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ডালিম আহমদকে খুন করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে একজনকে আটক করে।

নিহত ডালিম আহমদ (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

আটক নাঈম আহমেদ রজব সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে।

এসএমপি উপকমিশনার (উত্তর) মো. সজীব খান জানান, ক্বীন ব্রিজের নিচে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ডালিম ও আটক রজব দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সংশ্লিষ্টতা নিশ্চিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ডালিম ও হামলাকারী একত্রে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ হামলাকারী ছুরি বের করে ডালিমকে আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম