কবুতর চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৭:২২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ায় কবুতর চুরির অপরাধে আকরাম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১১ আগস্ট) রাতে রাজশাহী জেলার তানোর সিন্দুকাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সিংড়া বাজারের লতিফ ভান্ডারীর ছেলে মিঠু ভান্ডারী ও তার ছোট ভাই মামুন ভান্ডারী।
জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) বিকালে সিংড়া পারসিংড়া মহল্লার যুবক আকরাম হোসেনকে কবুতর চুরির অপরাধে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। পরে এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আকরামের চাচাতো ভাই রাজেস খান।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম গ্রেফতারের সতত্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন গ্রেফতাররা।
