Logo
Logo
×

সারাদেশ

‘তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী’

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৫:১৩ এএম

‘তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী’

বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ছবি: যুগান্তর

বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে দেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়েছে। এ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব যড়যন্ত্রকে মোকাবিলা করবে বিএনপি এবং তারেক রহমানই হবে দেশের আগামী প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বিকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪, শহীদ স্মরণে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান ৩১ দফার মাধ্যমে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন। তিনি দেশে কৃষি ও শিল্প বিপ্লব করার চেষ্টা করছেন। দেশের মানুষের বেকার সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।

এই নেতা বলেন, খুব শিগগিরি তারেক রহমান দেশে ফিরে আসবেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বাড়ি না থাকায় দেশে ফিরে তারেক রহমানকে ভাড়া বাসায় উঠতে হবে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সৎ। তিনিও তেমন সৎ। 

‘তারেক রহমানের নেতৃত্বেই দেশ নিরাপদ’ উল্লেখ করে টিপু বলেন,  তারেক রহমানের নেতৃত্বেই দেশের মানুষ নিরাপদে বাস করতে পারবেন। তিনি বিএনপির সব নেতাকর্মীদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী টিপু এসময় আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর দল আমাকে সুযোগ দিলে এক বছরের মধ্যে লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের চিত্র বদলে দেব।

সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শামিম সরকার প্রমুখ। সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম