Logo
Logo
×

সারাদেশ

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

Icon

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক পাঁচ বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় তাদের বিজিবির হাতে তুলে দেয় ভারতের এ বাহিনী।

দেশে ফেরত আসারা হলেন, খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩০), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), ছেলে রমজান মোড়ল (৮) ও মো. মুসকান মোড়ল (৫) এবং মেয়ে মোছা. আমেনা মোড়ল (২)।

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর দৌলা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে কয়া সীমান্তের ৩৫০ গজ অভ্যন্তরে ২৭১ মেইন পিলালের ৫৪ এস পিলার এলাকায় বৃষ্টির মধ্যেই ওই পাঁচজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি নিয়ে বিজিবি থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিএসএফ তাদের আটক করে।  আর বুধবার দুপুরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

পাঁচবিবি থানার ওসি মো. ময়নুল ইসলাম বলেন, বিজিবি পাঁচজনকে থানা হস্তান্তর করেছে।  জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম