Logo
Logo
×

সারাদেশ

বাবা ও মায়ের মাঝে ঘুমিয়ে ছিল শিশু, সাপের কামড়ে মারা গেল

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম

বাবা ও মায়ের মাঝে ঘুমিয়ে ছিল শিশু, সাপের কামড়ে মারা গেল

নাটোরের বাগাতিপাড়ায় বাবা ও মায়ের মাঝে ঘুমিয়ে ছিল শিশু সাব্বির হোসেন। ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন (৬) ওই গ্রামের সাত্তার আলীর ছেলে এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নওপাড়া কেন্দ্রের শিশু শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শিশুটি তার বাবা ও মায়ের মাঝে একই বিছানায় ঘুমিয়েছিল। গভীর রাতে বিষাক্ত সাপ শিশুটির পায়ে কামড় দেয়। সাপের কামড়ে শিশুটির কান্নার শব্দে পিতা ঘুম থেকে জেগে ওঠে ঘরের লাইট দিলে জানালা দিয়ে সাপ বের হয়ে যেতে দেখতে পান। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ফাগুয়াড়দিয়াড় ইউপি সদস্য আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম