|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর মোহনপুরে কোল্ডস্টোরেজে ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এবং গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত দলের সদস্য সাজেদুল শেখ এবং মো. রুবেলকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর উপশহরে সিআইডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিআইডির এসপি এএএম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৭ আগস্ট রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ডস্টোরেজে শ্রমিকদের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিনই কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষ মোহনপুর থানায় মামলা করে। ডাকাতরা ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার এবং নগদ সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যায়।
এসপি এএএম হুমায়ুন কবীর জানান, এ ঘটনার পর অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিআইডি তদন্ত শুরু করে। সিরাজগঞ্জ সদরের পিপলুবাড়িয়া এলাকার সাজেদুল এবং শাহজাদপুর উপজেলার বিনোটিয়ার রুবেলকে ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে সিআইডির পুলিশ সুপার জানান, সিরাজগঞ্জের বেলকুচির বাবা সাদেক এবং ছেলে হাসান ঢাকায় থেকে এই ডাকাত দল পরিচালনা করেন। তাদের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল ট্রাক নিয়ে সারা দেশের কলকারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তামার তার ডাকাতি করেন। এই দলেরই ১৪ জন মোহনপুরের দেশ কোল্ডস্টোরেজে ডাকাতিতে অংশ নেন। এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, রাজশাহীতে অংশ নেওয়া ডাকাত দলের ৮ সদস্য নাটোর চিনিকলেও ডাকাতির সঙ্গে জড়িত। এই গ্রুপটি রংপুর চিনিকলে ডাকাতিরও প্রস্তুতি নিচ্ছিল। ডাকাত চক্রের সদস্যদের অধিকাংশ সিরাজগঞ্জের বাসিন্দা। এই চক্রের দুজন সারা দেশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেন। পরে দলের প্রধান বাবা ও ছেলে ডাকাতির স্থান নির্ধারণ করে নির্দেশনা দেন। একটি ডাকাতির ঘটনায় ১০ থেকে ১৫ জন অংশ নেন। এর বিনিময়ে প্রত্যেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা পারিশ্রমিক পায়।
এসপি হুমায়ন জানান, ডাকাতির জন্য দলের সদস্যরা দুটি নম্বরবিহীন পিকআপ ভ্যান ব্যবহার করেন। মোবাইল ফোন এবং সিম একবার ব্যবহার করে ফেলে দেন। এই দলের সদস্যদের অধিকাংশের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এসপি জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। রিমান্ড মঞ্জুর হলে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
