পাইকগাছায় মোবাইল বিস্ফোরিত হয়ে শিশু আহত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:০২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার পাইকগাছায় মোবাইলে চার্জ দিতে গিয়ে রাব্বি (১২) নামে এক শিশু মোবাইল বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছে। সে পাইকগাছা উপজেলার রাড়ুলী এলাকার মোহাম্মদ আবদুল আজিজ গাজীর ছেলে।
বুধবার সকালে সে মোবাইলে চার্জ দিতে যায়। চার্জার বিদ্যুতের সুয়েজ বোর্ডে লাগানোর সময় নেগেটিভ ও পজিটিভ এক হয়ে গেলে মোবাইলটি বিস্ফোরিত হয়। যা তার চোখ, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে লেগে আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাড়ুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ছেলেটি মোবাইলের একটা পুরনো ব্যাটারি ভ্যানের ব্যাটারিতে চার্জ দেওয়ার চেষ্টা করে। একদিকে নষ্ট ব্যাটারি অন্যদিকে ভ্যানের ব্যাটারি। এতে চার্জ না হওয়ায় সে বিদ্যুৎ লাইনে সংযোগ দিলে নেগেটিভ ও পজিটিভ এক হয়ে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
