খেলার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার সুজানগরে বিদ্যালয় মাঠে খেলার সময় সাপের কামড়ে মো. সোহান মোল্লা (ইয়াছিন) নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সোহান মোল্লা ওই গ্রামের হাফিজুল মোল্লার ছেলে। সে স্থানীয় ৮৫নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানান বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাড়ির পাশে বিদ্যালয় মাঠে খেলাধুলা করার সময় হঠাৎ বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দিলে শিশুটি চিৎকার করে ওঠে। কান্নার শব্দে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
