Logo
Logo
×

সারাদেশ

খেতের পাশে পড়েছিল যুবকের লাশ

Icon

যশোর ও ব্যুরো কেশবপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৪১ পিএম

খেতের পাশে পড়েছিল যুবকের লাশ

যশোরের কেশবপুরে তারেক সরদার (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়িভদ্রা নদীরপাড়ে একটি ওলখেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিম তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দা জোহর আলী লাশটি দেখে চিৎকার দেন। এলাকাবাসী ঘটনাস্থলে এসে শনাক্ত করে।

নিহত তারেক গৌরীঘোনা গ্রামের শহিদুল সরদারের ছেলে। তিনি খুলনার ডুমুরিয়ার ভরাতিয়া সরকারি আবাসনে স্ত্রীসহ বসবাস এবং টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, বুধবার বিকালে (১৩ আগস্ট) তারেক বাড়ি থেকে টাকা আনতে যাবেন বলে বের হন, কিন্তু আর ফেরেননি। তার মোবাইল ফোনটিও বাড়িতে ছিল। সকালে স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।

পুলিশ জানায়, লাশের পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ে থেঁতলানো জখমের চিহ্ন, বাম কান দিয়ে রক্ত এবং নাক দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। গলায় রশি দিয়ে শ্বাসরোধের দাগও পাওয়া গেছে।

কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর ওপার থেকে হত্যা করে এই পারে কেউ ফেলে রেখে গেছে। কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম