Logo
Logo
×

সারাদেশ

পিকনিকের নৌকা থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম

পিকনিকের নৌকা থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

মৃত বুরুজ হোসেন। ছবি: যুগান্তর

পাবনার চাটমোহরে পিকনিকে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে প্রাণ গেল এক রাজমিস্ত্রির। মৃত বুরুজ হোসেন (৪১) উপজেলার বোয়াইলমারী গ্রামের এন্তাজ প্রামাণিকের ছেলে।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা এলাকায় গুমানী নদী থেকে বুরুজের লাশ উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বুরুজ হোসেন এলাকার কিছু মানুষসহ চলনবিল ভ্রমণ ও পিকনিকের উদ্দেশ্যে শ্যালো ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বের হন। নৌকার গলুইয়ের সামনে বসে থাকা অবস্থায় হঠাৎ গুমানী নদীতে পড়ে গিয়ে বুরুজ মূহূর্তেই তলিয়ে যান। এরপর নৌকায় থাকা লোকজন অনেক চেষ্টার পরেও তাকে খুঁজে পাননি।

রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা সকাল থেকে দুই দফায় চেষ্টা চালিয়ে বুরুজের লাশ উদ্ধার করে।

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম