রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে রাণীনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত বাবু নওগাঁ সদর উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের মৃত সোমসের প্রামানিকের
ছেলে।
নিহতের পরিবার, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি
থেকে রাণীনগর বাজারের উদ্দেশ্যে বের হন বৃদ্ধ বাবু। সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্টেশন
এলাকায় ঘুরাফেরা করছিলেন। পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর
এক্সপ্রেস ট্রেন রাণীনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইন পারাপারের সময় ট্রেনে
কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজ বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি
রাণীনগর রেলওয়ে স্টেশনে উত্তরপাশে আসলে বাবু নামে ওই বৃদ্ধ অসাবধানতাবসত রেললাইন পার
হচ্ছিলেন। স্থানীয়রা তাকে অনেকবার ডাকলেও তিনি
কর্ণপাত করেননি। ট্রেনে কাঁটা পড়ে মারা যান
তিনি। লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
