|
ফলো করুন |
|
|---|---|
সিংড়ায় নেশার টাকা চাওয়ায় শরিফুল ইসলাম নামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা শহিদ মোল্লার বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন।
হত্যার কাজে ব্যবহৃত হাঁসুয়াটি উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, শরিফুল ইসলাম দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই এলাকার হাঁস-মুরগি, বাসাবাড়ির আসবাবপত্র চুরি ও পরিবারের লোকজনকে মারধর করত ওই যুবক। বুধবার পারিবারিক বৈঠকে শাসন করতে গিয়ে আপন মামাসহ পরিবারের লোকজন ওই যুবকের হাতে জখম হন। শনিবার সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করতে গেলে বাবার হাতের হাঁসুয়ার কোপে তার মৃত্যু হয়।
ওসি মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
