কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী আব্দুল লতিফ মিয়া। সোমবার (১৮ আগস্ট) বিকালে ইউনিয়নের রাখেলচালা (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোজি বেগম (৩০) একই গ্রামের মুচিরচালাপাড়া হাসমত আলীর মেয়ে।
জানা গেছে, গত কয়েক দিন ধরে তাদের (স্বামী-স্ত্রীর) ঝগড়া হচ্ছিল। সোমবার দুপুরে খাবারের পর লতিফ মিয়া স্ত্রীকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের গলায় আঘাতের গভীর ক্ষত রয়েছে। লতা ও জিসান নামে তাদের দুইটি সন্তান রয়েছে।
মির্জাপুর থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে এ হত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
