Logo
Logo
×

সারাদেশ

ছাত্রী নিয়ে পালানো সেই কর্মচারীর বিচার দাবিতে ক্লাস বর্জন

Icon

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১০:৩১ পিএম

ছাত্রী নিয়ে পালানো সেই কর্মচারীর বিচার দাবিতে ক্লাস বর্জন

ভাণ্ডারিয়ার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নে নদমুলা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী সাব্বির হোসেন। দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত থাকার পর সম্প্রতি তিনি ফের যোগদানের চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে পড়েন।

এ ঘটনায় অভিযুক্ত কর্মচারীর বিচার না হওয়ায় ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। এতে আট দিন ধরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে।

এ ব্যাপারের মাদ্রাসার সুপার একেএম শাহজাহানের সঙ্গে যোগাগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ইউএনও রেহানা আক্তার বলেন, মাদ্রাসার  চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তদন্ত করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি মোতাবেক সব ব্যবস্থা প্রক্রিয়াধীন। শিক্ষার্থীদের মাদ্রাসায় ফিরে আসার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

জানা গেছে, নদমুলা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী  মো. সাব্বির হোসেন  পাঁচ মাস আগে মাদ্রাসার ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম