Logo
Logo
×

সারাদেশ

পুশইন করা হচ্ছে ভারতীয় নাগরিকদেরও

Icon

মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পিএম

পুশইন করা হচ্ছে ভারতীয় নাগরিকদেরও

বিএসএফের পুশইন করা ভারতীয় নাগরিক

পুশইন করা হচ্ছে ভারতীয় নাগরিকদেরও। এমন তথ্য মিলেছে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন করা ভারতীয় নাগরিকদের আটকের পর। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। তারা চাঁপাইনবাবগঞ্জের একটি বাড়িতে ভাড়া ছিলেন।

বাংলাদেশে পুশইন করা ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযানে সদর উপজেলার আলীনগর ভূতপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ছয় ভারতীয় নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধীতর গ্রামের মন্নু শেখের ছেলে দানেশ (২৮), ভোদু শেখের মেয়ে সোনালী খাতুন (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান শেখ (১৬) ও ইমাম দেওয়ান (৬) এবং দানেশের ছেলে সাব্বির শেখ (৮)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দিল্লিতে ইটভাটায় কাজ করতেন। গত ২০ জুন ভারতীয় পুলিশ তাদের জোরপূর্বক গ্রেফতার করে নারী ও শিশুসহ ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে গত ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। প্রথমে বিমানে হরিয়ানা থেকে আসামে আনা হয় তাদের। এরপর সড়ক পথে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় রাখা হয়।

পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশের গহীন জঙ্গলে ছেড়ে দেয়। জঙ্গল ও কয়েকটি নদী পার হয়ে তারা কুড়িগ্রামে এসে পৌঁছান। এরপর তারা কয়েকটি এলাকায় অবস্থানের পর সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জে এসে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

আটকৃকতরা সাংবাদিকদের জানান, তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরাডই থানার ধীতর গ্রামে তাদের পৈতৃক নিবাস। তারা দিল্লিতে ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের জোর করে ধরে আটক করে গত ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশিদের সঙ্গে ঠেলে পাঠায়। তারা সবাই ভারতীয় নাগরিক এবং তাদের আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডসহ ভিটা মাটি ও জমির দলিলসহ নাগরিকত্বের প্রমাণ ভারতীয় পুলিশকে দেখিয়েছেন। এসব প্রমাণ অগ্রাহ্য করে ভারতীয় পুলিশ বিএসএফের মাধ্যমে জোরপূর্বক পুশইন করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বর্তমানে এরকম ভবঘুরে ও দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত দেশে ফেরার দাবিও জানিয়েছেন তারা।

ভারতীয় নাগরিক সোনালী খাতুনের স্বামী আর এক সন্তান সঙ্গে এলেও ভারতের বীরভূমের ধীতর গ্রামে মায়ের কাছে শিশুকন্যা আফরিন রয়ে গেছে বলে জানান তিনি। দিল্লির ভাড়া বাড়ি থেকে আটক করা কুরবান দেওয়ানকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে নিজেও আটক হন মা সুইটি বিবি। পরে তাকেও সন্তানের সঙ্গে বাংলাদেশি চিহ্নিত করে পুশইন করা হয়। জোরপূর্বক অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর ঘটনায় কলকাতার একটি আদালতে মামলা দায়ের করেছে বাংলাদেশে আটক এসব ভারতীয় নাগরিকের পরিবার। এ সংক্রান্ত একটি মামলার কপি হাতে পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। আটক ব্যক্তিদের বিজিবির মাধ্যমে পতাকা বৈঠকের মধ্য দিয়ে বিএসএফের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। যদি পতাকা বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হয় তাহলে তাদের হস্তান্তর করা হবে। না হলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম