Logo
Logo
×

সারাদেশ

ভেজাল দুধের কারবারি সেই কৃষকদল নেতা বহিষ্কার

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম

ভেজাল দুধের কারবারি সেই কৃষকদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে ভেজাল দুধের কারবারি সেই কৃষকদল নেতা আব্দুল মমিনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা কৃষকদলের আহবায়ক লিটন বিশ্বাস ও সদস্য সচিব আজাদুল ইসলাম সাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়েছে। 

আব্দুল মমিন উপজেলার বিলচলন ইউনিয়নের আজিজুল প্রামানিকের ছেলে ও ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হলেও মূলত ভেজাল দুধ তৈরির কারণে তাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। 

জানা গেছে, বাড়ির পাশে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সবার অগোচরে ডিটারজেন্ট, সয়াবিন তেল ও কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করছিলেন আব্দুল মোমিন। বিষয়টি জানতে পেরে সোমবার রাতে ওই কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান আব্দুল মোমিন। পরে ৭০০ লিটার ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এরপর বুধবার নটাবাড়িয়া বাজারে আব্দুল মমিনের অবৈধভাবে পরিচালিত চিলিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় বৈধ কাগজপত্র ছাড়া চিলিং স্টোর পরিচালনা করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মুসা নাসের চৌধুরী। এরপরই শুক্রবার রাতে আব্দুল মমিনকে কৃষকদল থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষকদলের আহবায়ক লিটন বিশ্বাস যুগান্তরকে জানান, আব্দুল মমিনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলে শৃঙ্খলাভঙ্গকারীদের কোনো ঠাঁই নেই। যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম