Logo
Logo
×

সারাদেশ

সাংবাদিকের ওপর হামলা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম

সাংবাদিকের ওপর হামলা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবদিকদের ওপর হামলাকারীদের গেফতার ও বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শনিবার ভোলা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ও ক্যামেরা পারসনদের পৃথক ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।

ভোলার দৌলতখান পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির অ্যাসোসিয়েট সিনিয়র রিপোর্টার ও ভোলা থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পারসন উৎপল দেবনাথের উপর হামলা করে। শুক্রবার বিকালে উপজেলার ভবানীপুর হাবু মিয়ার বরফকলের কাছে তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ৬ জনের নামে ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে শনিবার দুপুরে দৌলতখান থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামিরা স্থানীয় বিএনপির নেতাকর্মী।

মানববন্ধনে আসামিদের গ্রেফতারে আলটিমেটাম দেওয়া হয়। এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ক্যামেরা ভাংচুরসহ লিটন ও উৎপলকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

আসামিরা হলো- পৌর ছাত্রদলের সাবেক সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক (প্রাস্তাবিত) কাজী রাসেল, কাজী রাকিব, কাজী রিয়াজ, ছোটন, রায়হান, নিজাম কাজী।

দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, হামলার ঘটনা জানার পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও আসামিরা এলাকায় প্রকাশে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিকরা। তাদের অভিযোগ, এই সন্ত্রাসীরা এলাকায় জেলেদের চাল ও তাদের জন্য বরাদ্দকৃত ৪৩টি গরু লুট করে নিয়ে যায়। এমনকি, ওই গরু বাড়ির পাশে খামার বানিয়ে তাতে লালনপালন করছেন। সাংবাদিক নাসির লিটন ওই খামারের ভিডিও করতে গেলেই সন্ত্রাসীরা তেড়ে এসে হামলা করে।

দৌলতখান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ জানান, জেলেদের চাল ও গরু লুটের অভিযোগ সত্য নয়। তিনি এসব ঘটনার প্রতিবাদ জানান।

দৌলতখান পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আজম পলিন জানান, বিষয়টি দুঃখজনক। অভিযুক্তদের ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দাবিদার ফারুক মাস্টারের সেল্টারে ওই সন্ত্রাসীরা এলাকায় লুটপাট করে বেড়াচ্ছে। এমন কি, মেঘনা নদী রুটে চট্টগ্রাম থেকে জাহাজে পণ্য পরিবহণের সময় এই সন্ত্রাসীরা জাহাজ থামিয়ে মালামাল লুট করে।

হামলার পর সাংবাদিক নাসির লিটন দৌলতখান থানায় অভিযোগ দিতে গেলে ফারুক মাস্টার তাদের হুমকি দেন বলেও জানান নাসির লিটন।

৩ দিন আগে এই সন্ত্রাসীরা উপজেলা মৎস্য কর্মকর্তাকেও হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। ফারুক মাস্টার বা ওই সন্ত্রাসীরা কেউ মাছ চাষ বা জেলে না হলেও তারা এ বছর মৎস্য সপ্তাহে পুরষ্কার নেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলে সংগঠনের নেতারা।

এদিকে সাংবাদিকদের মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, কালবেলার প্রতিনিধি ওমর ফারুক, ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি নজরুল হক অনু, আমার দেশের প্রতিনিধি ইউনুছ শরীফ, বৈশাখী টিভির প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, চ্যানেল-২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, বাসস প্রতিনিধি আল আমিন, ক্যামেরা পারসনদের মধ্যে ল²ণ দাস, খোকন দাস, আব্বাস উদ্দিন, অংকুর প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম