থানায় অভিযোগের পর গরুর ময়নাতদন্ত, নমুনা গেল ঢাকায়
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৭:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের বাগাতিপাড়ায় প্রতিপক্ষের দেওয়া আগাছানাশকের বিষক্রিয়ায় কৃষকের গাভিন গরু মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে তিনজনের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ করেছেন কৃষক সোহেল রানা।
উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
এদিকে মারা যাওয়া গরুর ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে প্রাণিসম্পদ কার্যালয়।
কৃষক সোহেল রানা জানান, তিনি দিনমজুরের কাজ করেন। পাশাপাশি কয়েক বছর ধরে প্রতি বছর নির্ধারিত ৫ হাজার টাকা ভাড়ায় অন্যের জমি লিজ নিয়ে নেপিয়ার ঘাস চাষ করেন। এছাড়াও বাড়িতে একটি গাভি পালন করছিলেন। গত ১৯ আগস্ট দুপুরে তার লাগানো ঘাস কেটে এনে গাভিকে খাওয়ান। সন্ধ্যায় গাভির পেট ফেঁপে ওঠে অসুস্থ হয়ে পড়ে। তিন দিন চিকিৎসার পর শুক্রবার বিকালে গাভিটি মারা যায়।
তিনি আরও জানান, গাভিটি চার মাসের গাভিন ছিল। এতে তার প্রায় দেড় লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।
সোহেল রানার অভিযোগ, তার লাগানো ঘাসে প্রতিপক্ষের নির্দেশে আগাছানাশক বিষ প্রয়োগ করা হয়। ওই বিষক্রিয়ায় তার গরু মারা গেছে। এ বিষয়ে শুক্রবার রাতে দোবিলা গ্রামের মেহেরুন্নেসা, মোহাইমিনুল হক এবং কৈপুকুরিয়া গ্রামের লুৎফর আলীর বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে মেহেরুন্নেসা সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, জমিতে বিষপ্রয়োগ করায় এবং সেই জমির ঘাস খেয়ে গরুটি মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে গরুর মালিক সোহেল খুব দরিদ্র মানুষ। গরুটি মারা যাওয়ায় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হায়দার জানান, গরুটির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এটা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে কী কারণে গরুটির মৃত্যু হয়েছে তা জানা যাবে।
